Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিনোদনপুজোর সময় কলকাতাতেই থাকতে ভালোবাসেন জয়া এহসান, এবছর কি প্ল্যান!

পুজোর সময় কলকাতাতেই থাকতে ভালোবাসেন জয়া এহসান, এবছর কি প্ল্যান!

কলকাতা: সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে অভিনেত্রী জয়া এহসান(Jaya Ahsan) এসেছিলেন। আসন্ন দূর্গাপূজা(Durga Pujo) উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানালেন আবেগাপ্লুত দুই বাংলার দর্শকদের জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান।

আরও পড়ুন:বাংলার দুর্গাপুজো নিয়ে এবার আমেরিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত

অনুষ্ঠানে যারা আরো বলেন,’পুজোর সময় আমি কলকাতাকে খুব মিস করি। তাছাড়া এমনিতেই কলকাতা(Kolkata) আমার সেকেন্ড হোম। তাই পূজোর উৎসবের দিনগুলোতে আমি কলকাতাতেই কাটাতে বেশি ভালোবাসি। এবছরও আমি কলকাতাতেই থাকবো।’


কৌশিক গাঙ্গুলী ছাড়াও অন্যান্য পরিচালকদের জয়াকে নিয়ে তৈরি একের পর এক ছবি এপার বাংলার দর্শকদের যথেষ্ট মন কেড়েছে। দুই বাংলায় যথেষ্ট ব্যস্ত অভিনেত্রী তিনি।


বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় বেশ বড় করে দুর্গা পূজা হয় । কিন্তু কলকাতা শহরকে দুর্গা পুজোর সময় মনে হয় একটি শিল্পনগর। প্রতিটি পুজো প্যান্ডেলই ভিন্ন ভিন্ন রকমের। আমার কাছে প্রতিটি পুজো প্যান্ডেল ঘোড়াই একটা নতুন অভিজ্ঞতা।শহরে এসেই বোঝা যায় পুজো যেন শুরু হয়ে গেছে। এখানে পূজো মানে অন্য অনুভূত… আর সেই অনুভূতির ছোঁয়া নিতেই এবার পুজোয় থাকব কলকাতায়।’

দেখুন অন্য খবর:

Read More

Latest News